৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুন:পরীক্ষা চেয়ে রিট

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুনপরীক্ষা চেয়ে রিটবাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট শিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার সকালে সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি করেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

রিট আবেদনে গত ৬ ফেব্রুযারি বার কাউন্সিলের এ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার নির্দেশনার ঘোষণা চাওয়া হয়েছে। রবিবার আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া লিখিত পরীক্ষায় পাশকৃতদের মৌখিক পরীক্ষার বিস্তারিত শিডিউল পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে, গত ৩১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ