[english_date]

বার্গারে মিলল মানুষের নখ

এবার বিতর্কে ম্যাকডোনাল্ড৷ এই সংস্থার বার্গারে মিলল মানুষের নখ৷ ম্যাক বার্গারের মধ্যে এই নখ দেখতে পায় ৬ বছরের এক শিশু৷ উত্তর আয়ারল্যান্ডের কোলরেইন এলাকার ঘটনা৷

সোমবার ম্যাকডোনাল্ডের একটি বিপণি থেকে তাঁর ছ’বছরের শিশুর জন্য বার্গার কিনে আনেন সেখানকার বাসিন্দা লিন রিচি৷ কিন্তু খেতে গিয়েই বাধে বিপত্তি৷ বার্গারের মধ্যেই নখের মতো কিছু একটা দেখতে পায় লিনের মেয়ে এলিন৷ সঙ্গে সঙ্গেই ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানান রিচি৷ এরপরই, সেটি মানুষের নখ বলে নিশ্চিত করে ওই সংস্থা৷ ওই মহিলার টাকা ফেরতও দিয়ে দেয় তারা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ