মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা, (বান্দরবান): বান্দরবানের লামায় নতুন করে আরো একজন করোনা সনাক্ত হয়েছে। তিনি লামা হাসপাতালে আয়া হিসেবে কর্মরত আছেন। এ নিয়ে লামা উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৬ মে শনিবার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রোববার ১৭ মে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শরীরেও করোনার কোনও উপসর্গ নেই।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক জানিয়েছেন, তাকে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এদিকে গতকাল শনিবার লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা রিপোর্টও পজেটিভ আসে।