মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
আগামীকাল বান্দরবানে শুরু হচ্ছে আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন। চিম্বুক পাহাড়ে ওয়াই জাংশন এলাকা থেকে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথনটি শনিবার সকালে শুরু হয়ে শহরের রাজার মাঠে সকাল ১১টায় এসে শেষ হবে। এরপর বিকেলে আতশবাজি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
শুক্রবার সকালে বান্দরবানের স্থানীয় আবাসিক হোটেল হিলটনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ও স্কাই ম্যারাথন আয়োজক কমিটির সহ-সভাপতি মুসা ইব্রাহীম। এভারেস্ট একাডেমী, এ ফর অ্যাডভেঞ্চার, বান্দরবান জেলা পরিষদ এবং জেলা ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে প্রথমবারের মত এ ম্যারাথনটি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় রানার ছাড়াও দেশের বাইরে মোট ২০০ জন রানার অংশ নেবেন।
ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার। উদ্বোধন করবেন ৬১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফখরুল আহসান পিএসসি। সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।