
মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান:
দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে বান্দরবানে চীফ জুডিশিয়াল আদালতে মানহানি মামলা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী বান্দরবান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু হানিফ এর আদালতে ১০০ কোটি টাকার মানহানির এ মামলাটি করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির এ মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছে। আদালত এ ব্যাপারে সমন জারি করেছেন। তবে সমনের তারিখ তাৎক্ষণিক ঘোষণা করা হয়নি। শুনানিতে অংশ নেন বান্দরবান আইনজীবি সমিতির সভাপতি জয়নাল আবেদনী ও সাধারণ সম্পাদক ইকবাল করিম।
আইনজীবিরা জানায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আনাম তার দ্য ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলেন যাতে প্রধানমন্ত্রীর মানহানি হয়। তাকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়। ইংরেজি দৈনিকটির ২৫ বছরপূর্তি উপলক্ষে ৩ ফেব্রুয়ারী রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজে এক আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মাহফুজ আনাম স্বীকার করেন, ‘প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন তিনি।