১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৬

বান্দরবানের লামার হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন আহত ও নিখোঁজ রয়েছেন আরো দুই জন। শুক্রবার রাতে টানা কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই লামা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত ৬ জনের লাশ ও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। মৃতরা হলেন-রোজিনা (২৫), পুতিয়া (১৭), সাজ্জাদ (৪), আমেনা (২৬)। সাগর (১৪), অজ্ঞাত শিশু। এছাড়া  আরাফাত (১৫) আরো একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজরা হলেন- বশির (৬৫) ও তার নাতি ফাতেমা (১১)।

বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলামেইলকে জানান, বন্যার পানি ও প্রবল বর্ষণের ফলে উদ্ধারকাজ করতে সমস্যা হচ্ছে। এখনো উদ্ধার কাজ চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ