বান্দরবানের লামায় একটি জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে গাড়ির হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে লামা আলীকদম সড়কের মিরিঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম মো. শরিফ (২২) । সে আলীকদম সদর ইউনিয়নের নুর হোসেনের ছেলে। আহতরা হলেন, আলীকদমের জব্বার আহমদের ছেলে আনোয়ার হোসেন (৩৭) ও চট্টগ্রামের সাতকানিয়ার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লামা থেকে চকরিয়ায় যাবার পথে মিরিঞ্জা এলাকায় চালক জিপটির নিয়ন্ত্রণ হারান। জিপটি পাহাড়ের গভীর খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই হেলপার শরিফ মারা যায়। আহত দুইজনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত আনোয়ার হোসেনকে চট্টগ্রাম মেডিক্যালে স্থানান্তর করা হয়। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল হক বলেন, সকালে মিরিঞ্জা এলাকায় একটি জিপ খাদে পড়ে একজন নিহত ও ২ জন আহত হয়েছে।