
মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা সদরে লালুমিয়া খামার এলাকা থেকে ২০ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় গাছের ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান জেলা সদরে পাঠানো হয়েছে।[ad id=”28167″]
জানা গেছে, শুক্রবার ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় মরহুম লালুমিয়া খামার এলাকায় একটি গাছের রশ্মি বেঁধে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দিলে রাতে পুলিশের পর্যবেক্ষণে রেখে পরদিন শনিবার বেলা সাড়ে ১০টায় রুমা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শরিফুর রহমান শফিক এর সার্বিক পর্যবেক্ষণে এসআই মোহাম্মদ আলমগীর নেতৃত্বে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ২০০৩ সালে একই খামারে বর্ষা সময়ে মা-মেয়েকে হত্যার ঘটনা ঘটেছিল।
পুলিশের উপ-পরিদর্শক আলমগীর জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তবে লাশটির পচন ধরায় চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে পাহাড়ি হিসেবে ধারণা করা হলেও এপর্যন্ত লাশটি কার তা সনাক্ত করা যায়নি। কিভাবে মারা হল তা ময়না তদন্তের জন্য লাশটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটি কোনো স্থানীয় নয় বলে ধারণা করা হচ্ছে।