মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান শহরের প্রু আবাসিক হোটেল থেকে এক মারমা যুবকের গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হোটেল প্রু আবাসিক হোটেলের ১১৫ নং কক্ষ হতে লাশটি উদ্ধার করা হয়। ঐ যুবকের নাম উমংচিং মারমা (১৮)। সে থানছি উপজেলার চিবুই পাড়ার মংথোয়াই মারমার ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, হোটেল কর্তৃপক্ষ সকালে ডাকাডাকির পরও উমংচিং রুমের দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করলে রুমের সিলিং ফ্যানের সাথে বাধা অবস্থায় লাশটি দেখতে পায় ও উদ্ধার করে। প্রেমঘটিত বিষয় নিয়ে মানসিক যন্ত্রনা থেকে ঐ যুবক আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টায় উমংচিং মারমা হোটেলে কক্ষ ভাড়া নেয়। এছাড়া গত ১২ এপ্রিল মঙ্গলবার একই হোটেল প্রু আবাসিক হোটেলের ১০৫ নং রুম থেকে মংনু মারমা নামে রুমা উপজেলা একজন মেম্বার প্রার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।