৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবানের লামায় স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা

মোহাম্মদ আব্দুর রহিম (বান্দরবান জেলা প্রতিনিধি),

আর্থনিউজ২৪: মোহাম্মদ আব্দুর রহিম বান্দরবানঃ বান্দরবানের লামা পৌরসভার সমিল পাড়ায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মা(২৮) কে গলা কেটে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা(৩৪)। শুক্রবার রাত ৯টায় সমিল পাড়ার ভাড়া বাসায় পাসন্ড স্বামী কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠকর্মী থোয়াইশৈমং মার্মা লোমহর্ষক এ হত্যা কান্ডের ঘটনা ঘটায়। স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশের নিকট সে নিজ হাতে হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে। লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে লামা থানা পুলিশ।
জানা গেছে, গত তিন মাস পূর্বে লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে মাইক্যচিং মার্মার সাথে বান্দরবানের মেঘলার অধিবাসি কারিতাস সিঁড়ি প্রকল্পের কর্মী থোয়াইশৈমং মার্মা বিয়ে হয়। মাইক্যচিং মার্মা রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কমরত আছেন। তারা স্বামী স্ত্রী দুইজনই পৌরসভার সমিল পাড়ায় একটি তিন তলা বিল্ডিংয়ের ৩য় তলায় একটি রুমে ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
বাসার আশেপাশের লোকজন আর্থনিউজ২৪কে জানিয়েছেন রাত ৮টার দিকে ওদের রুম থেকে ঝগড়ার আওয়াজ শুনাযায়। রাত সাড়ে ৮টার দিকে স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মার আত্মচিৎকারের আওয়াজ শুনাযায়। আশেপাশের লোকজন আওয়াজ শুনে বাসার দিকে এগিয়ে আসলে ঘাতক থোয়াইশৈমং রক্তমাখা দা নিয়ে লোকজনকে আক্রমণের উদ্দেশ্যে ছুটে আসে। স্থানীয় লোকজন থানায় খবর দিলে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসাধারণের সহায়তায় ঘাতককে আটক করে নিয়ে যায়।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ