[english_date]

বান্দরবানের লামায় কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ত্রাণ বিতরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা(বান্দরবান): করোনা পরিস্থিতিতে বান্দরবানের লামা উপজেলায় খাদ্য সংকটে থাকা দুস্থ ও দরিদ্র ৫৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে “কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। “কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” অর্থায়নে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের অধিনে এনজিও “আগাপে” এই জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।

শুক্রবার (১৫ মে) সকাল ৮টায় গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় ১৮৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গজালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের লামা উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রণয় ত্রিপুরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে কোভিড-১৯ পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আজ শুক্রবার আকিরাম পাড়ায় পাহাড়ি-বাঙ্গালী ৫৯০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী রোববার (১৭ মে) উপজেলার আজিজনগর ইউনিয়নের চিওনী পাড়ায় ১৯৪ পরিবার ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হাইদারনাশী এলাকায় ২১০ দুস্থ-অসহায় পরিবার সহ মোট ৫৯০ পরিবারের মাঝে চলতি মাসে ত্রাণ দেয়া হবে। এই কার্যক্রম চলমান থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের লামার প্রকল্প ব্যবস্থাপক প্রণয় ত্রিপুরা, গজালিয়া ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার জাতেরুং ত্রিপুরা, বিটিএবিসি এর সাধারণ সম্পাদক বিনয় ত্রিপুরা, ট্রেজারার সুভাষ ত্রিপুরা, সুশীল সমাজের প্রতিনিধি বাদশা চন্দ্র টমাস ত্রিপুরা সহ প্রমূখ।

ক্ষুধা নিবারণে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় খাবার পেয়ে খুশি দুস্থরা। প্রতি পরিবারে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, তেল ১ লিটার, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, পেয়াজ ১ কেজি, মাস্ক ৫টি, গায়ের সাবান ১টি ও কাপড় ধোয়ার সাবান ৩টি। লামা (বান্দরবান) দুস্থ ও দরিদ্রদের মাঝে ত্রাণ তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ