গত চারদিনের টানা বর্ষণে বান্দরবানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি। এছাড়া, রোববার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা। অব্যাহত বৃষ্টিতে গতরাতে নতুন করে প্লাবিত হয়েছে বান্দরবানের থানছি, লামা, আলীকদম ও সদর উপজেলার শতাধিক গ্রাম। এতে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার।
সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ সড়ক। এতে সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবনযাত্রা। এদিকে, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন। এছাড়া, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ খোলা হয়েছে সাতটি আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম।
পোস্টটি যতজন পড়েছেন : ১৫৩