৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবাননে সন্ত্রাসীদের গুলিতে ভিডিপি সদস্য নিহত, সেনাসহ আহত ২

মোহাম্মদ আব্দুর রহিম (বান্দরবান প্রতিনিধি),

আর্থনিউজ২৪, বান্দরবান : দুই পর্যটকসহ অপহৃত চারজনকে উদ্ধার এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সন্ত্রাসীদের গুলিতে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের ফাইসিং কারবারী পাড়ার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মংপং ম্রো নিহত হয়েছেন।

রোববার দুপুরে বান্দরবানের দুর্গম ও মিয়ানমার-ভারত সীমান্তে জারুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সেনা সদস্য মো. কাশেম এবং আনসার সদস্য হান্নান গুলিবিদ্ধ হন। তাদেরকে সেনা হেলিকপ্টারে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সরকারি সূত্রগুলো জানায়, সীমান্ত ও দুগর্ম এলাকাসমূহে যৌথবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সকাল ১০টা থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে।

বড়তলী ইউপি চেয়ারম্যান আথুই মং মারমা বিকাল ৩টায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তা[review] বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো কিছুই জানানো হয়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বেলা ২টার পর দুর্গম সীমান্ত এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ে ভিডিপি সদস্য মংপং ¤্রাে নিহত হন। আহত হন এক সেনা ও এক আনসার সদস্য।

তবে এখনো অপহৃতদের সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বান্দরবান জেলা সংলগ্ন রাংগামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ও সীমান্ত এলাকার কাছে সেপ্রু পাড়া থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঢাকা থেকে আসা পর্যটক মুন্না ও জোবায়েরসহ তাদের গাইড মংসাং ম্রোকে ধরে নিয়ে যায় । একইদিন রুমা উপজেলার আনন্দপাড়া এলাকা থেকে অপর এক পর্যটক গাইড লাল রিংসাং বমসহ অপহৃত হন। তাদের এখনও খোঁজ মেলেনি।

গত শুক্রবার সকালে দুর্গম রুমা উপজেলার সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে। এ সময় একটি মার্ক-রাইফেলসহ বিপুল পরিমাণ ম্যাগজিন, গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সময় অপহৃতদের দুজনের মধ্যে একজনের ভোটার আইডি কার্ডও উদ্ধার হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ