৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবনে যৌথবাহিনীর সন্ত্রাস দমন অভিযান অব্যাহত

আর্থ নিউজ২৪ : (মুহাম্মদ আব্দুর রহিম,বান্দরবন জেলা প্রতিনিধি) : সন্ত্রাস দমনে যৌথবাহিনীর অভিযান অব্যাহত বান্দরবনে । দুর্গম ও সীমান্তে এলাকাজুড়েই বিরাজ করছে থমথমে অবস্থা। গত বৃহস্পতিবার থেকে যৌথবাহিনীর সন্ত্রাস দমন এবং অপহৃত ৪জনকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত ধরা পড়েনি কোন সন্ত্রাসী এবং উদ্ধার হয়নি অপহৃত ২জন পর্যটকসহ ৪ ব্যক্তি।

দফায় দফায় দুর্গম অঞ্চল এবং সীমান্ত এলাকায় যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির কারণে রুমা উপজেলার দুর্গম রেমাক্রিপ্রাংসা এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের কমপক্ষে ১০টি পাড়া-গ্রামে বিরাজ  করছে কৃত্রিম খাদ্যসহ খাবার সংকট। এর কারণ হিসেবে কয়েকটি এলাকার জনপ্রতিনিধিরা সোমবার বিকেলে জানিয়েছেন,যৌথবাহিনীর অভিযান এবং সন্ত্রাসীদের তৎপরতার কারণে এসব পাড়া-গ্রামসমুহের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে তারা জুমের কাজসহ কোথাও মজুরির কাজ করতে যেতে পারছে না। তারা অর্থসংকট এবং খাবার সংগ্রহের ক্ষেত্রেও পড়েছেন চরম বিপাকে।

জেলা সদরে সরকারি সুত্রগুলো বলছেন, দুর্গম এলাকাসহ সন্ত্রাসীদের সম্ভাব্য অবস্থানের কাছাকাছি যৌথবাহিনীর সদস্যরা পোঁছে গেছেন,অভিযান জোরদার করা হয়েছে। অপহৃত ২জন পর্যটকসহ ১ পর্যটক গাইডকে অক্ষত অবস্থায় উদ্ধারে নানাকৌশল প্রয়োগ করা হচ্ছে। সরকারি সুত্র আশা প্রকাশ করছে, যে কোন সময় অপহৃতরা উদ্ধার হতে পারেন। এ লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে, অন্যদিকে স্থানীয় উপজাতীয়দের সহযোগিতাও এসব কাজে লাগানোর হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ