সরকারের বিরুদ্ধে এখনও রাগে ফুঁসছেন দেশের এক নম্বর শট পুট চ্যাম্পিয়ন ইন্দরজিৎ সিং৷ ৫৫তম জাতীয় ওপেন অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য কলকাতায় রয়েছেন তিনি৷ মঙ্গলবারই ইন্দরজিৎ বলেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম (টপ) স্কিম ছেড়ে দিতে পারেন তিনি৷ কারণ রিও’র আগে মার্কিন মুলুকে গিয়ে প্র্যাকটিস করার জন্য তাঁর ৩০ লক্ষ টাকা প্রয়োজন৷ কিন্ত সরকার তাঁকে সেই টাকা দিতে টালবাহানা করছে৷ এমনকী তাঁর কোচও নাকি এই স্কিমের আওতায় আসবেন না৷ ফলে সরকারের উপর প্রচণ্ড চটেছেন অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়ার অন্যতম দাবিদার৷
বৃহস্পতিবার সল্টলেকের সাই কমপ্লেক্সে জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে নেমেছিলেন ইন্দরজিৎ৷ শট পুটের হিটে বাহাদুর সিং সাগুর ব্যক্তিগত ১৯.৫৯-এর রেকর্ড ভেঙে ১৯.৮২ করলেন তিনি৷ হিটে রেকর্ড করেও আর্থিক সাহায্য না-পাওয়ার ব্যাপারটাই তাঁকে ভাবাচ্ছে৷ এদিন ইন্দরজিৎ বলছেন,‘ একটা বিষয় আমার মাথায় আসছে না৷ টপ স্কিমের আওতায় কেন এত কম অ্যাথলিট থাকবে? চার-পাঁচ জনকে নিয়ে এই স্কিম৷ অন্তন পক্ষে ১৫ জনকে রাখা উচিৎ৷ আমাকে সরকার থেকে টাকা না-দিলে আমি বাড়ি বেচে মার্কিন মুলুকে প্র্যাকটিস করতে যাব৷ কিন্তু রিও-তে আমার সেরাটাই উজার করে দেব৷’এদিন শট পুটে ২০ করতে পারেননি ইন্দরজিৎ৷ কিন্তু অলিম্পিকের ২১ করে দেশকে পদক এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি৷