[english_date]

বাড়ছে বেঞ্জেমা-রিহান্নার ঘনিষ্ঠতা

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেঞ্জেমার সঙ্গে ডেটিংয়ে মেতেছেন মার্কিন পপ তারকা রিহান্না। সম্প্রতি তাঁদের একটি ডিনার পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে।
২৭ বছর বয়সী এই পপস্টার এর আগে ক্রিস ব্রাউন এবং র্যােপার ড্রেকের সঙ্গেও ডেট করেছেন।
এবার রিয়াল মাদ্রিদ তারকা করিমের সঙ্গে সান্তা মনিকার গর্গি বাল্দি রেস্তোরাঁয় রিহান্নাকে ডিনার করতে দেখা গেল।
এছাড়াও এই দু’জনকে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে। নিউইয়র্কের একটি রেস্টুরেন্ট থেকে তাঁদের একসঙ্গে বের হতে দেখা গিয়েছে।
রিহান্না এবং বেঞ্জেমার প্রথম সাক্ষাৎ ২০১৪ সালের জুনে ব্রাজিল বিশ্বকাপ চলাকালীন। এসময় রিহান্না বেঞ্জেমাকে সমর্থন জানিয়েছে একটি আবেগপ্রবণ টুইটও করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি! (@Benzema I feel your pain right now!)।
জবাবে বেঞ্জেমা লেখেন, কষ্ট না করলে কিছু মেলে না, সমর্থনের জন্য ধন্যবাদ (@rihanna No pain no gain, thanks for the support.)।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ