খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে প্রথম বারের মতো শিশুদের নিয়ে বাজেট প্রবর্তন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
আজ বৃহস্পতিবার খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব নূর রুখসানা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী আমিনুল হক বলেন, প্রস্তাবিত এ বাজেটে পদ্মা সেতুর নির্মাণকাজ ২০১৮ সালে সমাপ্ত করার পদক্ষেপ গ্রহণ, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প গ্রহণ, খুলনা-মংলা রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ ইত্যাদি উন্নয়নমূলক খাতে বরাদ্দ রাখায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এ বাজেট বিশেষ অবদান রাখবে বলে খুলনা চেম্বারের সভাপতিসহ পরিচালনা পরিষদ আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি আরো উল্লেখ করেন, এ বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজীকরণ, দারিদ্র্য বিমোচন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।