বাঙালি মেয়ে মানেই অন্য রকম একটা আবেদন। আপনি যদি নিজেকে একজন বাঙ্গালি মেয়ে মনে করেন তবে নিচের কাজগুলো কে একদম গেঁথে ফেলুন মনের কঠোরে।
১. পেশা-জীবনে কী করবেন, সেটা পুরোপুরি নির্ভর করা উচিত নিজের পছন্দ এবং ইচ্ছের উপর। কেউ চাকরি করতে চাইলে তাঁকে জোর করে রাঁধুনি গৃহবধূ করে তোলার চেষ্টা অন্যায়।
২. ‘শখ’- মেয়েদের শখ থাকবেনা,এটা সময়ের অপচয়। এই ধরনের কথা শুনলে তৎক্ষণাৎ প্রতিবাদ করুন।
৩. অন্য জেলায় চাকরি- অন্য শহর বা দেশে চাকরি পেলে সেটা লুফে নিন। না শুনবেন না, মেয়েরা পারে না, এমন কাজ নেই।
৪.রাধুনি বউ-বিয়ে মানেই হোমমেকার, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। মনে রাখুন, মেয়েরাই পারে একহাতে ঘর এবং অফিস সামলাতে।
৫.পড়ালিখা চলবেই- বিয়ে হলেই পড়াশোনা বন্ধ, সে কথা কে বলেছে! যদি কেউ বলে থাকেন, তা হলে তাঁকে সমাজচ্যুত করার উদ্যোগ নিন।
৬.সন্তানেই সমাপ্তিঃ সন্তান মানেই জীবন শেষ? কে বলল! দায়িত্ব বৃদ্ধি মানেই তো জীবনের নতুন অধ্যায়ের সূত্রপাত।
৭.আপনি সর্বেসর্বা- কর্মরতা মা হলে সন্তানদের সামনে নিজের ভাবমূর্তি অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। এ ক্ষেত্রেও আপস করবেন না।
৮. রোজগার= খরচ- নিজের জোরে রোজগার করছেন। তাই খরচটাও নিজের ইচ্ছেয় করুন।
৯. আমার কাজ আমার- কাজ মানে কাজ। কে করবে বা আমি কেন করব মাথাই রাখবেন না। মনে রাখুন, ‘‘পুরুষের কাজ’’ বলে কিছু নেই। আপনিও পারেন। আপনিও দেখাতে পারবেন সবাইকে।