[english_date]

বাগেরহাট শরণখোলার জামায়াতের আমির গ্রেফতার

বাগেরহাটের শরণখোলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবিরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, রাত ৩টার দিকে মাওলানা রফিকুল ইসলামা কবিরের বাড়িতে নাশকতার পরিকল্পনার বৈঠক চলার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত ও তার অঙ্গ সংঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে জামায়াতের আমির কবিরকে গ্রেফতার করা হয়।

রাজৈর গ্রামের মৃত আ. রশিদ মোল্লার ছেলে মাওলানা ইসলাম কবির খোন্তাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি রায়েন্দা-রাজৈর আলীম মাদরাসার প্রভাষক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ