৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগদাদে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আল-জাদিদা ও জাফারানিয়া এলাকায় মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ব্যস্ত বাণিজ্যিক এলাকা আল-জাদিদায় প্রথম হামলা চালানো হয়। এ হামলায় ১৭ জন নিহত ও ৪৩ আহত হন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে পুলিশ জানিয়েছে। হাসপাতাল সূত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। অন্যদিকে জাফারানিয়া এলাকায় পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে দুইজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে একই সূত্র নিশ্চিত করেছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট (আইএস) এসব হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ