তিনি বলিউডের আদরের ‘কুইন’- কঙ্গনা রানাওয়াত। একার দাপটে দিব্যি হিট করান ‘তন্নু ওয়েডস মন্নু’-র সিকোয়েল, কিন্তু তাঁর সাফল্যে নাকি বলিউডের নায়িকারা ঈর্ষাকাতর। এই দাবি অন্য কারোর নয়, স্বয়ং কঙ্গনা রানাওয়াতই এমনটা বলছেন।
‘গ্যাংস্টার’ থেকে শুরু করে ‘লাইফ ইন আ মেট্রো’-নিজের অভিনয়ের দক্ষতা অনেকদিন থেকেই বলিউডেই প্রমাণিত, কিন্তু সম্প্রতি ‘কুইন’ কঙ্গনার মুকুটে বিশেষ এক পালক যোগ করে দিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলছেন ‘প্রচুর অভিনেত্রী আমাকে ঈর্ষা করেন, আমি তাঁদের নাম এখন বলছি না, পরে আমি তাঁদের সম্পর্কে কথা বলব’। ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্ন’-এর বক্স অফিস সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত দেখিয়েছে এই অভিনেত্রীকে। নিজের কাজ নিয়ে তিনি খুশি এবং আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি।
কিন্তু কারা ঈর্ষা করেন বলিউডের ‘কুইন’কে? নামগুলো জানার জন্য কৌতুহল তো থেকেই গেল।