১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাইডেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা নারী আশ্রয় চাইলেন রাশিয়ায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ২০২০ সালে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন টারা রিড নামে এক নারী। এবার সেই নারী রাশিয়ায় আশ্রয় চেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। চেক প্রজাতন্ত্রের সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন টারা রিড। সেই রিড সম্প্রতি মস্কোয় ঘুরতে গিয়ে দেশটির একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এসময় রাশিয়ায় তিনি নিরাপদ বোধ করেন বলেও জানান।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে পুরো বিশ্বে হইচই ফেলে দেন টারা রিড। ৫৯ বছর বয়সী টারা রিড অভিযোগ করেন, ১৯৯৩ সাল বাইডেনের কংগ্রেশনাল কার্যালয়ে চাকরি করার সময় ক্যাপিটাল হিলের করিডরে বাইডেন তাকে যৌন নিপীড়ন করেছিলেন। যদিও সেসময় এ অভিযোগ উড়িয়ে দেন জো বাইডেন।

যদিও এখন পর্যন্ত ওই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়া তার অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত হয়েছিল কিনা সেটাও নিশ্চিত জানা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ