৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি’র ক্যাডার আবুল হোসেন মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বিহারীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল হোসেন ঐ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাউসদ জানান,  ২০০৪ সালে জেএমবি’র উত্থানের পর থেকে কথিত বাংলা ভাই সর্বহারা নিধনের নামে অবৈধ্য হত্যাযজ্ঞ ও লুটতরাজে মেতে উঠেন। এসব কর্মকাণ্ডে আবুল হোসেন সক্রিয় অংশগ্রহণ করেন।

ওসি আরো জানান, ওই সময় তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর দীর্ঘ দিন থেকে আবুল হোসেন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি গ্রামের বাড়ি এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ