
কিং খান বাংলা গানে ঠোঁট মেলোবেন। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপমের গাওয়া একটি গানে ঠোঁট মেলোবেন তিনি।
ফ্যান সিনেমায় শাহরুখকে দেখা যাবে- নিজেরই ফ্যানের চরিত্রে। সেই সিনেমার একটি গান বিভিন্ন ভাষায় শাহরুখের ঠোঁটে তৈরি করছে যশরাজ ফিল্মস। তার মধ্যে রয়েছে- উত্তর ও দক্ষিণ ভারতের একাধিকসহ পূর্ব ভারতের বাংলাও। আর এই বাংলা গানটি গেয়েছেন অনুপম রায়।
একজন শাহরুখ ভক্তের গল্প নিয়ে যশরাজ ফিল্মসের ফ্যান চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। সিনেমাটির শুটিং শেষে এখন চলছে প্রচারণার কাজ।
সিনেমায় বলিউড বাদশার সঙ্গে ইলিয়ানার একটি আইটেম গানের চমকও রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৭