৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সফর স্থগিত রাখল অস্ট্রেলিয়া

নিরাপত্তার কারণে শেষ মূহূর্তে বাংলাদেশ সফর স্থগিত রাখল অস্ট্রেলিয়া৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে তবেই স্টিভ স্মিথদের সফর নিয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ রবিবার এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ একজিকিউটিভ জেমস সাদারল্যান্ড৷
সোমবার সিডনি থেকে ঢাকা উড়ে যাওয়ার কথা ছিল স্মিথবাহিনীর৷ কিন্তু তার আগে অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশে অজি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থেকে যাচ্ছে৷ সতর্ক বার্তা পাওয়ার পর স্মিথদের বাংলাদেশ সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সাদারল্যান্ড জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ সরকারের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর স্মিথদের সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ আমরা চাই সফর চালু থাকুক৷ কিন্তু আমাদের কাছে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে৷’ অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়া৷ প্রথম টেস্ট ৯ অক্টোবর থেকে চট্টগ্রামে৷ এর আগে ফাতুল্লাহ একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন স্মিথরা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ