১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক চলছে

ভারতের তরফ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশে ইসলামিক স্টেট বা আইএস-এর উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে বিশদ আলোচনা হবে।

তবে, বাংলাদেশের তরফ থেকে তা নিশ্চিত করেনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান।

আইএসের নাম উল্লেখ না করে মোহাম্মদ মোজাম্মেল হক খান জানিয়েছেন, বন্দি বিনিময়, সদ্য বিলুপ্ত ছিটমহলের সমস্যা ও বাস্তবায়ন এবং সীমান্ত সমস্যা আলোচনা হবে।

তিনি বলেছেন, যেকোন জঙ্গি গোষ্ঠীর উত্থান, বিকাশ ও কার্যক্রম বন্ধের ব্যপারে তারা সজাগ আছেন।

এ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের ব্যপারে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া, বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামী যারা ভারতে পালিয়ে গেছে, বা ভারতের সন্ত্রাসীদের কেউ এদেশে পালিয়ে থাকলে, তাদের হস্তান্তরে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরস্পরকে আহ্বান জানাবে দুইদেশ।

এছাড়া পার্বত্য চট্টগ্রামের কাছে কয়েকটি সীমান্ত চৌকি নির্মাণের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহারের বিষয়েও এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক খান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ