[english_date]

বাংলাদেশ-ভারত টেস্টে ৩য় দিনের শেষ সেশন পরিত্যাক্ত

ফতুল্লায় বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টে সাকিব-জুবায়েরের দারুণ বোলিংয়ের পর তৃতীয় দিনের শেষ সেশন কেড়ে নিলো বৃষ্টি।

দুপুরের পর বারবার বৃষ্টি হতে থাকায় তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি কোনো বল।

শুক্রবার নির্দিষ্ট সময়ই শুরু হয়েছিলো তৃতীয় দিনের খেলা। লাঞ্চ বিরতির পর বৃষ্টির কারণে এদিন দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। এরপরও এ সেশনের খেলা একাধিকবার বৃষ্টির কারণে বন্ধ হয়।

পরে, ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা কয়েকবার মাঠ পরিদর্শনের পর বিকেল ৪.১০ মিনিটে শেষ সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। চতুর্থ দিন সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরু হবে বলে জানানো হয়।

প্রথম দিন বৃষ্টি বাধায় ৫৬ ওভার ও তৃতীয় দিন মাত্র ৪৭.৩ ওভার খেলা হয়। অর্থাৎ ৩ দিনে ফতুল্লা টেস্টে এ পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১০৩.৩ ওভার।

এর আগে, ম্যাচের তৃতীয় দিন সাকিব-জুবায়েরের দারুণ বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। খেলা পরিত্যক্ত ঘোষণার আগ পর্যন্ত টাইগারদের বিপক্ষে সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান।

সাকিব ৪টি ও জুবায়ের ২টি উইকেট নিয়েছেন।

দীর্ঘ বিরতির পর মাঠে নেমে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং শুরু করে প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুরলি ও ধাওয়ান। এরপর ধাওয়ান ১৭৩ করে সাকিবের বলে আউট হন। এছাড়া, ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে মুরলি বিজয় ১৫০ ও আজিঙ্কা রাহানে ৯৮ করে সাকিবের শিকারে পরিণত হন। শর্মাকেও মাত্র ৬ রানে দ্রুত ফেরান সাকিব।

কোহলি ও রিদিমান সাহার উইকেট নিয়েছেন জুবায়ের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ