উপমহাদেশের চলচ্চিত্রের উন্নয়নে বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করতে তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সফররত ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন প্রোডিউসারদের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
এ সময় ভারতে বাংলাদেশি চ্যানেল দেখা বিষয়েও প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রতিনিধি দলটি বাংলাদেশে ভারতীয় সিনেমার বাণিজ্যিক প্রদর্শনীর বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সহায়তা চান।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। তবে এখন ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা চাইলে বাংলাদেশের সিনেমায় বিনিয়োগ করতে পারবেন বলেও জানান তিনি।
এছাড়াও আগামী ২০২০ সালে জাতির জনকের জন্ম শত বার্ষিকীতে তার জীবনী নির্ভর সিনেমা নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলেও সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী।