পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর এবার ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এই সিরিজে ৩টি ওয়ানডে ও ২টি টুয়েন্টি২০ ম্যাচ খেলবে দুই দল। নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত দেশের ক্রিকেট ভক্তরা ক্রিকেট উৎসবে মেতে থাকার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ প্রাথমিক দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।
জিম্বাবুয়ে প্রাথমিক দল : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাবভা, চামু চিবাবা, তেন্দাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেগ আরভিন, লুক জঙ্গো, নেভিলে মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তাউরাই মুজারাবানি, জন নিয়ুম্বু, তিনাশে পানইয়ানগারা, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।