১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের সময়সূচি

আগামী ২ নভেম্বর ১৪ দিনের সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচ খেলবে। বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট দলের সফর সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের পর থেকেই দ্রুত একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা শুরু করেছিল বিসিবি। যদিও জানুয়ারিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে জানুয়ারি নয়, দুইমাস এগিয়ে আগামী ২ নভে ম্বরেই ঢাকায় আসছেন এলটন চিগুম্বুরারা।

৩ এবং ৪ নভেম্বর অনুশীলন করবে জিম্বাবুয়ে দল। এরপর ৫ নভেম্বর ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে অতিথিরা। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ম্যাচগুলো হবে ৭, ৯ ও ১১ নভেম্বর।

একদিন বিরতি দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটের আলোয় ১৩ ও ১৫ নভেম্বর দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৬ নভেম্বর ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ