সাম্পতিক ভারত সফরে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচ টেস্ট সিরিজ বাজে ভাবে হেরে যায়। দুটি টেস্টই ইনিংস পরাজয়ের কারণে বিশ্ব ক্রিকেটে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ।
আজ ২য় টেস্টের তৃতীয় দিনের ব্যাট করতে নামার আগে পিচ রিপোর্ট করা সময় ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাষ্কার বলেন, “পিচ নিয়ে বলার আসলে কিছু নেই। পিচ কেমন আচরণ করবে, তাতে খুব একটা বলার যায় আসে না। এই বাংলাদেশ দল একটি ‘অর্ডিনারি’ দল।”
“তিনি আরো বলেন, দলের পারফর্মেন্স ‘অর্ডিনারি’, টেকনিক ‘অর্ডিনারি।’ পিচ যেমনই আচরণ করুক কেন, আজকে ম্যাচ খুব দ্রুত শেষ হয়ে যাবে। খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য।তাদের ক্রিকেটের প্রতি প্রবল আবেগ ও আশা । কিন্তু দলের কাছ থেকে কতটুকু প্রতিদান পাচ্ছে তারা? এই দুই টেস্টে কোনো নিবেদন দেখা গেল না ক্রিকেটারদের মধ্যে! ভালো কিছু করার কোনো ভাবনাই দেখা যায়নি তাদের মাঝে!”
এক যুগ আগে ভারতীয় আরেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বাংলাদেশ দলকে অবজ্ঞা করে ‘অর্ডিনারি’ টিম বলেছিলেন। তিনি সিরিজের আগেও বাংলাদেশকে কটুক্তি করেন। আজ তার সাথে সুর মেলালেন গাভাষ্কারও।
এদিকে সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ রবী শাস্ত্রী বলেন, বাংলাদেশকে দেশের বাহিরে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করতে হবে এবং বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে।