৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর গুরুত্বপূর্ণ ৪ চুক্তি

শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের উপস্থিতিতে তার সরকারি ভবন ‘কাস্টহুইস’ এ বুধবার রাতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিববৃন্দ এই চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তিগুলো হচ্ছে : ১. নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা বিষয়ক সমঝোতা স্মারক

২. বাংলাদেশ থেকে জুনিয়র কূটনীতিকদের জন্য প্রশিক্ষণ সহায়তা বিষয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর।

৩. স্যাকসন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাসন এন্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর।

৪. স্যাকসন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স এন্ড বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাসন এন্ড টেকনোলজি’র মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি/সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ