বাংলাদেশ এখন ঘূর্ণিঝড়, বন্যা মোকাবিলায় অনেক এগিয়ে। শেখ হাসিনা সরকার এসব দুর্যোগ মোকাবিলায় বিশ্বের কাছে রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।
জনপ্রশাসন মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবিলায় প্রধানমন্ত্রী বিদেশে থেকেও সব সময় টেলিফোনে খোঁজখবর রেখেছেন। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের ব্যাপক প্রস্তুতি থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। উপকূলীয় এলাকায় কিছু ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।তিনি বলেন, পাকিস্তানের আমলে এখনকার মতো কোনো দুর্যোগ মোকাবিলায় মানুষকে আগে সচেতন করা যেত না। দেশের মানুষকে নিরাপদ স্থানে নেয়া সম্ভব হয়নি। তখন পূর্ব পাকিস্তানের জন্য একটি হেলিকপ্টারও ছিল না। দেশ স্বাধীন হওয়ার ফলে আমরা দুর্যোগ মোকাবিলায় সক্ষম হচ্ছি।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম এলাকার ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের ত্রিপুরা ও মিজোরামের দিকে চলে যায়। আর অতিক্রমের মধ্য দিয়ে উপকূলীয় জেলাগুলোয় ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ঝড়। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর।