চার দিনের ব্যবধানে আজ মঙ্গলবার আবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। তাজিকিস্তানের পর এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যাওয়ে ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম ম্যাচ। ২০১৪ সালে অনুষ্ঠিত ব্রাজিলের আসরটিসহ চারবার বিশ্বকাপ ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। বিশ্ব র্যাংকিংয়ে ১২০ ধাপ উপরে থাকা এমন দলের বিরুদ্ধে দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাড়ে ৫টায় খেলা শুরু হবে। চ্যানেল নাইন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
কোনো সন্দেহ নেই দুই দলের শক্তির মধ্যে পার্থক্য অনেক। তারপরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ।
অস্ট্রেলিয়ার মাঠে ৩ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেই প্রত্যাশিত হারের সাথে যোগ হয়েছে কিরগিজস্তান (২-০) ও তাজিকিস্তানের (৫-০) পরাজয় দুটিও । তাজিক দলের এক খেলোয়াড়ই ৪ গোল করেছেন। কোচ লোপেজ খেলা শেষে বলেছিলেন তাজিকিস্তান শক্তিশালী দল, সাথে বৃষ্টি এবং ঠান্ডাও তাজিকদের মাঠে ভুগিয়েছে। যদিও তাজিকিস্তানের বিরুদ্ধে ঢাকায় বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। শুধু তাই নয় স্বাগতিক বাংলাদেশ গোল করে এগিয়েও গিয়েছিল। এসব কথা মানতে রাজি না লোপেজ। ঘুরে ফিরে তার কথা তাজিকিস্তান শক্তিশালী দল। চার গোল পাওয়া খেলোয়াড়ের প্রশংসায় ভাসলেন কোচ। প্রশ্ন উঠেছিল তাহলে কি তাজিকিস্তান অস্ট্রেলিয়ার চেয়েও বড় দল। নানা অজুহাত দেখিয়ে প্রশ্নের জবাবে দেন কোচ,‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল জার্মানি সমান শক্তির দল। অথচ সেই ম্যাচে জার্মানি ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে।’ প্রশ্নটা আবার উঠলো ঘরের মাঠে তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র হয়েছিল। জবাবে কোচ বলেন,‘আমি ছয় সপ্তাহ হলো দায়িত্ব নিয়েছি। আমার লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ।’ তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের লক্ষ্যটা কী ? তিনি বলেন,‘সবাই মাঠে যায় জেতার জন্য। হয়তো সম্ভব হয় না। তারপরও খেলোয়াড়দেরকে সেভাবেই গড়ে তোলা হয় যেন তারা ম্যাচ জয়ের লক্ষ্যটাকে সামনে রাখে।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের কৌশল কি হবে সেটা প্রকাশ করতে চান না কোচ। তিনি মনে করেন প্রতিপক্ষ জেনে যেতে পারে। এটা ফুটবল কৌশল। কোচ বললেন, ‘কৌশল বলবো না।’ কোচ কৌশল না বললেও ফুটবল দর্শকরা বুঝতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের স্কোর লাইন কি হতে পারে। একটা বিশ্বকাপ ফুটবল খেলা দেশের বিরুদ্ধে সাফ অঞ্চলের দেশের ফুটবল শক্তি কতটুকুই বা কি করতে পারবে। অলৌকিক কিছু না ঘটলে উত্সব করার মতো স্কোর লাইন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সে কথারই ইঙ্গিত দিয়ে গেছেন সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ ফুটবল দলের সহকারী অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি বলেন, ‘ফুটবলের পাল্লায় ওজন করতে গেলে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে অনেক দূরে। যারা ৩ সেপ্টেম্বরের ম্যাচটা দেখেননি তারাও বুঝবেন। সেদিন ২০ মিনিটে তিন গোল হজম করে ছিলাম আমরা। ভয়ংকর দিন গেছে সেদিন। তিন গোল হজম করলে ম্যাচে আর থাকেটা কি।’ আক্ষেপ করে এমন কথা বলার পরও আশার কথা শুনিয়েছেন তিনি, ‘আমি ড্র চাই। আগে থেকে সব কথা বলা যায় না। কোন খেলোয়াড় কেমন খেলবে। সে পারবে কি পারবে না। তবে আমাদের সুবিধা আমরা নিজেদের মাঠে খেলবো।’
রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের খেলা চলছে। বি গ্রুপে খেলছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জর্ডান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই ৫ দেশের লড়াইয়ে সবার নিচে বাংলাদেশ। ফিফার বর্তমান র্যাংকিং অনুযায়ী অস্ট্রেলিয়া ৬০ নম্বরে, বাংলাদেশ ১৮০ নম্বরে। পার্থক্যটা সহজেই বোঝা যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রাখা হয়নি ডিফেন্ডার নাসির চৌধুরীকে। দলে আবার ফিরিয়ে নেয়া হয়েছে তপু বর্মন এবং রাজুকে। দুই হলুদ কার্ডের কারণে তাজিকিস্তান যেতে পারেননি রাজু।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দল
গোলকিপার লিটন, রানা, সোহেল, রায়হান, কেষ্ট কুমার, ইয়াসিন, তপু বর্মন, ওয়ালী ফয়সাল, ইয়ামিন মুন্না, নাসিরুল ইসলাম নাসির, হেমন্ত, রনি, মামুনুল ইসলাম, শাহেদুল আলম, ইমন বাবু, জামাল ভুঁইয়া, মোনায়েম খান রাজু, তকলিস আহমেদ, সজিব, কোমল, সোহেল রানা, নাবিব নেওয়াজ জীবন