বিশ্বের শীর্ষ ধনীদের শীর্ষেই আছেন ইলন মাস্ক। কয়েক বছর আগে টুইটার কিনে সেটাকে এক্স বানিয়ে ভালোই খেল দেখিয়েছিলেন ইলন। খেলা দেখানোর ক্ষেত্রে এই ভদ্রলোকের ভালোই সামর্থ্য আছে। এখন তো আমেরিকার সরকার ব্যবস্থারও হর্তা–কর্তা তিনি। সম্প্রতি বাংলাদেশের এক ঘটনায় এই ইলন মাস্কই নাকি একেবারে অবাক!
যদিও ইলন মাস্কের অবাক হওয়ার বিষয়টি কোনোভাবেই নিশ্চিত হওয়া যায়নি, তবে কিছু উড়ো সূত্র বলছে—টিনের চালে কাক দেখার মতোই নাকি অবস্থা হয়েছিল তাঁর। আর এই অবস্থা হয়েছিল একটি সংবাদ পড়ে। সেটি হলো—বাংলাদেশে ৩২ কোটি টাকা খরচ করে বানানো সড়কে নাকি খড়ের গাদা পড়ে থাকে, বাঁধা থাকে গরু–ছাগল। আর পুরো খবরটি পড়ে ইলন মাস্কের চক্ষু চড়কগাছ।
চলুন, পুরো খবরটি জেনে নেওয়া যাক। সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সিরাজগঞ্জের সয়দাবাদমোড় থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের সাবলেনের বেহালদশা। ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এখন ব্যবহৃত হচ্ছে শুধু খড়ের গাদা রাখা এবং গবাদিপশু বাঁধার কাজে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবে কাজে লাগছে না সড়কটি। আর সড়ক বিভাগ বলছে, সাবলেন নয়, পুরো সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অথচ আঞ্চলিক সড়কের পাশে ধীরগতির যান চলাচলের জন্য ২০১৪ সালে ৩২ কোটি টাকা ব্যয়ে ১৯.৮ কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিম্নমানের নির্মাণকাজের জন্য ওই সড়ক এখন খড়ের পালা এবং গরু বেঁধে রাখার স্থানে পরিণত হয়েছে।
অর্থাৎ, কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তাতে খড়ের গাদা রাখা হচ্ছে। গরু–ছাগলও আছে। স্বাভাবিকভাবে কাকেরও সেই রাস্তায় অবাধ বিচরণ করার কথা। আর এই পড়তি শীতের দিনে চান্স পেলে কাক তো ফাঁকা রাস্তায় রোদ পোহাবেই। আর এতটুকু বুঝেই নাকি ইলন মাস্ক একেবারে হয়ে গেছেন অবাক। অসমর্থিত সূত্রগুলো জানিয়েছে, ইলন মাস্ক নাকি মনে মনে এও বলেছেন যে—‘হোয়্যাট দ্য…!’
ওদিকে আরেকটি গুপন সূত্র অন্য একটি তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, সব বোঝার পর পরই ইলন নাকি বলেছেন, ‘ওরা বড়লোক, ওদের স্টারলিংক দাও।’ এরপরই নাকি স্টারলিংকের পক্ষ থেকে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। স্যাটেলাইট একবার সরিয়ে এদিকে, আরেকবার সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে। বার বার অবস্থান পরিবর্তনজনিত কারণে স্যাটেলাইটেরও নাকি মেজাজ কিছুটা খারাপ!
সূত্রটি আরও জানিয়েছে, ৩২ কোটির রাস্তায় খড়ের গাদা, গরু–ছাগল দেখে একেবারে ঘনিষ্ঠ মহলে ইলন মাস্ক নিজের মনের আগল খুলে দিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন, ‘যারা কোটি কোটি টাকার রাস্তায় খড় শুকায়, গরু–ছাগল বাঁধে, তারা মনের দিক থেকে কতটা বড়, সেটা বুঝতে হবে। এরাই আসল আদার ব্যাপারি। এরাই জাহাজের খবর রাখবে। তাই আমাদের এদের সাথেই ব্যবসা করতে হবে। সুতরাং, আক্রমণ…!’
যদিও ইলন মাস্কের এমন কথাবার্তা নিশ্চিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রত্যক্ষদর্শী খুঁজে পাওয়া যায়নি। তবে কয়েকজন নাম না জানা বিশেষভাবে অজ্ঞ ব্যক্তিরা জানিয়েছেন, টিনের চালে কাক দেখলে এই দেশের মানুষ অবাক হয়। আর কাক যদি কোটি কোটি টাকার রাস্তায় রোদ পোহায়, তবে স্বাভাবিকভাবেই সেটি আরও চরম ঘটনা। সেক্ষেত্রে ইলন মাস্কের অবাক হওয়াটা আসলে অবাক হওয়ার মতো কোনো ঘটনা নয়। এমনটা হতেই পারে। আর এই দুনিয়ায় ব্যাখ্যাতীত, অযৌক্তিক কত কিছুই তো ঘটে!