নিউজডেক্স: গুনগত মান আর হালাল খাদ্য সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে বাংলাদেশে যাএা শুরু করলো ডেলিভো ফুড এন্ড বেভারেজ লিমিটেড । এই উপলক্ষ্যে এক উদ্ভোধনী অনুষ্ঠান কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মহসীন আলী র সভাপতিত্বে কোম্পানীর শ্যামলীর কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা সাংহাই এর অপারেশান ম্যানেজারর মিস মে । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা সাংহাই এর জেনারেল ম্যানেজার জনাব মনির হোসেন , ক্রিয়েটিভ ম্যানেজার জনাব সানজির কাদের , অরবিট এর দেলোয়ার হোসেন, হাবিবা ফুডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসির উদ্দিন, এসকে ফুডের পরিচালক আমিন হোসেন, ইউনিটি ফুডের পরিচালক জনাব জলিল পাটোয়ারী,প্রবাসী বাংলা টিভির পরিচালক জনাব একরামুল ইহান, টেষ্টি ফুডের পরিচালক জনাবা হাবিবা ইয়াসমিন, ডেলিভো ফুডের ডেপুটি জেনারেল ম্যানেজার ( অপারেশন এন্ড মার্কে টিং ) বাবু রুপন দত্ত, এজিএম ( সেলস এন্ড মার্কেটিং ) জনাব ইসাক আলী রিপন সিহ সারা বাংলাদেশের নবনিযুক্ত রিজিওনাল সেলস ম্যানেজার , এরিয়া সেলস ম্যানেজার সহ অনান্যরা ।
প্রসংগত বিভিন্ন প্রকার বিস্কুট,সেমাই , ডিংকস, চানাচুর,কেকসহ আরো বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য নিয়ে বাজারজাত করার লক্ষ্যে ডেলিভো ফুড যাএা শুরু করলো ।।