বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করবে সরকার। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশে ভালো। আমরা ওষুধ শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছি।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেট ক্লাইমেট ডায়ালগ’ শীর্ষক সভায় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু কথার জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেছিলেন, রাজনৈতিক অস্থিরতা, জঙ্গিবাদ, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট বাংলাদেশে বিনিয়োগবৃদ্ধির জন্য বড় বাধা। তবে এখানে বিনিয়োগবৃদ্ধির ব্যাপক সম্ভবনা রয়েছে।
ইইউ দেশগুলোর প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা বিদেশি বিনিয়োগে সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে বৈদেশিক বিনিয়োগ নীতি গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন আকর্ষণীয় নিরাপদ বিনিয়োগ স্থান।’
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করার কারণে অনেক দেশের বিনিয়োগকারীরা এগিয়ে আসছে। দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে জাপান, চীন ও ভারতকে অর্থনৈতিক জোন গড়ে তুলতে জমি বরাদ্দ দেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।