দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ার কোন আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এমন কোনো ঘটনা বা পরিস্থিতি তৈরি হয়নি, যাতে নিরাপত্তার অবনতি হয়েছে বলা যায়। তিনি পাল্টা প্রশ্ন করেন, নিউইয়র্কে কত হাজার লোক মারা যায়, এর মধ্য কতজন বাঙালি থাকে, কে হিসাব করে?’
তিনি আরও বলেন, ‘যেকোনো জাতির জন্য গণগ্রন্থাগার জরুরি। মানুষের জ্ঞানের দ্বার উন্মুক্ত করার চেয়ে মহৎ কোনো কাজ হতে পারে না। প্রত্যেকে সবরকমের বই পড়বেন। ভালোমন্দ নিজেকেই বিচার করতে হবে।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৪