বাংলাদেশের নারীরা কয়েক বছর আগের চেয়ে তুলনামূলকভাবে ভালো আছেন বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত তিন দশকে সংগঠিত অবকাঠামোগত উন্নয়নের জন্যই এ পরিবর্তন হয়েছে।
‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫ : এনাবলিং উইমেন, এনার্জিজিঙ্গ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনে এডিবি জানায়, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন পরিস্থিতির উন্নতি হয়েছে তেমনি অবকাঠামো নারীদের শিক্ষার হার, লিঙ্গবৈষম্য হ্রাস প্রভৃতি নারীদের অবস্থার উন্নতিতে সহায়ক ভূমিকা রেখেছে।
প্রতিবেদনে নারীদের জন্য আলাদা নিবন্ধে বলা হয়, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আসলে দেশটির শিক্ষা ও কর্মসংস্থান খাতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণেরই ফলাফল।
প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, তৈরি পোশাক খাতে নারীর কর্মসংস্থান বিশেষ লক্ষণীয়। গ্রামাঞ্চলে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার ২০০১ সালে ছিল ২৩ শতাংশ এবং ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৬ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে ওই একই সময়ে এই হার ২৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশ। তবে এই হার এখনো পুরুষের তুলনায় বেশ কম।
প্রতিবেদনে বলা হয়, নারীর কর্মসংস্থানের সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার অংশগ্রহণও জড়িত। কেননা, শিক্ষিত ও কর্মজীবী নারীর দরকষাকষির ক্ষমতা তুলনামূলকভাবে বেশি।
এ ছাড়া তথ্য অধিকার তথা সংবাদপত্র পাঠ এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে অংশগ্রহণ নারীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।