বড় ধাক্কাটা দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও বাংলাদেশের বিপক্ষে হেরে গেছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মুখোমুখি হচ্ছে লঙ্কানরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে লাসিথ মালিঙ্গার দলকে।
এশিয়া কাপের প্রথম টি-টোয়েন্টির আসরে এরই মধ্যে ভারত দুই জয় নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে আছে। প্রথম ম্যাচেই তারা হারিয়েছে টাইগারদের, এরপর পাকিস্তানকে রীতিমতো গুড়িয়ে দিয়ে শিরোপার দাবি জোরদার করেছে ধোনিরা। এবার লঙ্কানদের হারাতে পারলেই নিশ্চিত ফাইনাল। অন্যদিকে মিরপুর শেরে বাংলা মাঠে আজ হেরে গেলে এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।বাংলাদেশের বিপক্ষে হারের পর সাঙ্গাকারা অবশ্য দল হিসেবে খেলার পরামর্শ দিয়েছেন তরুণদের। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দারুণ খেলেছে। দলটাকে ভয়ঙ্কর লাগছে। শ্রীলঙ্কাকে একত্রিত হয়ে খেলতে হবে।’
২০১৪ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। শেষ দেখায় ঢাকার মাঠে ভারতের বিপক্ষে এসেছিল ৬ উইকেটের জয়। মূলত সেটি ওয়ানডে ফরম্যাটের হলেও টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ভারত সে হারের প্রতিশোধ নিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।
যদিও উইকেট এবং প্রতিপক্ষ এর কোনওটা নিয়ে ভাবছে না ভারত। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের রবিচন্দ্রন অশ্বিন অন্য সব সাধারণ ম্যাচের মতোই মাঠে নামার কথা বলেছেন। প্রতিপক্ষ হিসেবে কে খেলছে সেই সব নিয়ে একদম ভাবনা নেই তাদের।শেষ ম্যাচে পাকিস্তানকে ৮৩ রানে গুড়িয়ে দিয়েছিল ভারত। কিন্তু ব্যাট করতে নেমে পাক পেসার আমিরের তোপে পড়ে বড় বিপদেই পড়ে যায় তারা। কিন্তু শেষ পর্যন্ত দলকে উদ্ধার করেন বিরাট কোহলি।এছাড়াও দলে আছেন ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর নায়ক অভিজ্ঞ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আছেন টি-টোয়েন্টিতে হাজার রানের মালিক যুবরাজ সিং।এছাড়াও শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না, অশ্বিন, পান্ডিয়ারাও যে কোনও মুহূর্তে দলের জয়ে বড় অবদান রাখতে সক্ষম। সেই তুলনায় অধিনায়ক মালিঙ্গা, থিসেরা পেরেইরা, হেরাথ আর ম্যাথুস ছাড়া লঙ্কান দলের ভরসা তরুণরাই।লাসিথ মালিগ্নার দিকে তাকিয়ে আছেন শ্রীলঙ্কার সমর্থকরা।