[english_date]

বাংলাদেশের উন্নতি দমিয়ে রাখা যাবে না

বাংলাদেশের চলমান উন্নতি কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

এসময় স্থল সীমান্ত চুক্তি দুদেশের মানুষের মনকে যুক্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের অবস্থানকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যাক্ত করেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বার বার রাজনৈতিক সঙ্কট এলেও বাংলাদেশ সবসময়ই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বে সমৃদ্ধ দেশ নিয়ে অনেক কথা হয়, কিন্তু গরীব দেশ নিয়ে আলোচনা হয় না। বাংলাদেশে বার বার রাজনৈতিক সংকট এসেছে। মুক্তিযুদ্ধ ছাড়াও সংকট এসেছে, আর বাংলাদেশ মোকাবেলা করে মাথা উচু করে দাঁড়িয়েছে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ