[english_date]

বাংলাদেশীদের মার্কিন মূলধারার রাজনীতিতে প্রবেশ করার এখনই সময়

জাতিসংঘে বাংলাদেশের বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এই প্রজম্মের ছেলে-মেয়েরাই একদিন মার্কিন সিনেটর, কংগ্রেসম্যান এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তাই বাংলাদেশিদের মার্কিন মূলধারার রাজনীতিতে প্রবেশ করার এখনই সবচেয়ে ভালো সময়।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের (বিবিএ) নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন আরো বলেন, পথটা সহজ নয়, তবে সুযোগের দরজা খোলা রয়েছে। তবে মনে রাখবেন, সুযোগ কেউ দেবে না। প্রজ্ঞা, মেধা আর বুদ্ধি খাটিয়ে সুযোগ করে নিতে হবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর তাহলেই বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে।

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের (বিবিএ) ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, ব্রংক্স বাংলাদেশ এসোসিয়েশনের (বিবিএ) সভাপতি এন ইসলাম মামুন, ব্রংক্স কমিউনিটি লিডার রিয়াজ উদ্দিন কামরান, রেজাউল ইসলাম সেলিম, ডা. রেজাউল ইসলাম, রিয়েলেটর জাকির খান, দেওয়ান বজলু চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, একলিমুজ্জামান, ব্রঙ্কস উইমেন এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশে সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় প্রমুখ।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কৌশলী ইমাসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।

বিবিএ’র নবনির্বাচিত কমিটি:
সভাপতি এন ইসলাম মামুন, সিনিয়র সহসভাপতি মোজাফর হোসেন, বোরহান উদ্দিন, মোঃ খবির উদ্দিন, ভূইয়া, বীর মুক্তিযোদ্ধ আবু কায়সার চিশতি, কেশব চন্দ্র লোড, এনাম মজুমদার, তাজিয়া জামান, সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সহ-সম্পাদক সরকাত আলী, সাংগঠনিক সম্পাদক উত্তম শাহ, কোষাধ্যাক্ষ আবুল মুনসুর, ক্রীড়া সম্পাদক স্বপন পাল, প্রচার সম্পাদক খোরশেদ আলম,মহিলা বিষয়ক সম্পাদক রেহানা পারভীন মিনু।

নির্বাহী সদস্যরা হলেন- দিদারুল ইসলাম, শামীম আহম্মেদ, লিয়াকত নাইম, আনজাম নাত, রিয়াজুল হাসান, সাদেক আহমেদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ