বাংলাদেশি তারকারা অন্য দেশীয় তারকার চেয়ে কম নয়। প্রায়ই বাংলাদেশর তারকারা বিদেশী অনুষ্ঠান গুলোতে নাচ,গান অথবা ভিন্ন কিছুও করে থাকেন।
এর ধারাবাহিকতায় অভিনতা নিরব, মমতাজ, হৃদয় খান, চঞ্চল চৌধুরি, খুশি. তিথিসহ একঝাঁক তারকা যাচ্ছেন কাতার মাতাতে।
সেখানে বাংলা ফেস্ট ২০১৫ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান দিতেই তাদের যাওয়া। ২৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহারের ওয়েস্টিন পার্কে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৭