২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশিদের লিবিয়া না যাওয়ার পরামর্শ

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া না যাওয়ার পারমর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ায় চলমান সংঘর্ষ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অভিবাসীসহ বাংলাদেশি নাগরিকদের সেখানে না যাওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লিবিয়া ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।
লিবিয়া প্রবাসী যেসব বাংলাদেশিরা দেশে এসেছেন তাদের বলা হয়েছে, খুব জরুরি না হলে আপাতত সেখানে না ফিরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ