বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা, এক ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন কিছুদিন আগে।নিখোঁজ সেই ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁর ছোট ভাইকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোরে উপজেলার চৌদ্দঘর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমানের (৩২) বাড়ি চৌদ্দঘর এলাকায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, নিহতের ছোট ভাই ইলিয়াস শিকদার এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাঁকে এ মুহূর্তে থানায় রাখা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, গত শুক্রবার রাত থেকে মিজান নিখোঁজ ছিলেন। আজ ভোরে স্থানীয়রা মিজানের ব্যবহৃত ঘড়ি ও জুতা একটি বাগানে খুঁজে পান। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মিজানের লাশ আবিস্কার করা হয়। অন্যদিকে এলাকাবাসী জানান, নিহত মিজান একজন মাদকসেবী ছিলেন। প্রায়ই তিনি মাদক সেবন করে পরিবারের লোকজনকে মারধর করতেন। এতে ছোট ভাই ইলিয়াস অতিষ্ঠ হয়ে তাঁর বড় ভাইকে হত্যা করতে পারেন।তবে এখন নিশ্চিত নয় কোন কিছু। সব কিছুর সুরাহা হবে ঘটনার ময়নাতদন্তের পরে।