বিশ্বব্যাপী এবার ৭০০ কোটি রুপি ছাড়িয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘পিকে’র আয়। বক্স অফিস ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে, মাত্র ১৬ দিনে চীনের বক্স-অফিসে ১০০ কোটি আয় করার পর চলতি বছরের ৬ জুন পর্যন্ত ভারতের বাইরে ‘পিকে’র আয় হয়েছে ২৫০ কোটি রুপি। আর ভারতের বাজারে সিনেমাটির সংগ্রহ ছিল ৪৫০ কোটি রুপি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ‘পিকে’র এই নতুন রেকর্ডের পর আমিরকে এখন বক্স-অফিসের রাজা বলছেন বিশ্লেষকরা।
চীনাদের আমিরভক্তির প্রমাণ পাওয়া যায় আরও আগে থেকেই। ২০০৯ সালে মুক্তি পাওয়া আমিরের সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এবং পরবর্তীতে ‘ধুম থ্রি’ চীনের সিনেমা বাজারে ভালো ব্যবসা করেছিল।
আর এবার আমিরের ‘পিকে’ ভেঙ্গে দিয়েছে খোদ চীনের সিনেমা ‘নো জুও নো ডাই’-এর রেকর্ডকে। চীনের বক্স অফিসে সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় ঠাঁই করে নিয়েছে ‘পিকে’।
বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে আমিরের সিনেমা। বিশ্বব্যাপী ৫৩৫ কোটি রুপি আয় করে ‘পিকে’র পরেই আছে ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ধুম থ্রি’।
























