১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বলিউডে পায়েল

টলিউডে বসন্ত যখন এসেছে তখন পর্দায় ছিলেন তিনিই৷ যমের রাজার কী বর দিল তাও দেখিয়ে দিয়েছেন তিনি৷ টলিপাড়া যখন তাঁর একের পর এক পারফরমেন্সে মাতোয়ারা তখন বলিউডেও নিজের ইনিংস শুরু করে ফেললেন পায়েল সরকার৷ ‘গুড্ডু কি গান’ ছবিতে তাঁকে প্রথম দেখা যাবে বলিপাড়ায়৷ সম্প্রতি মুক্তি পেল সে ছবির মোশন পোস্টার৷

কমেডি এ ছবির পরিচালক শান্তনু রায় চিবার ও শীর্ষক আনন্দ জুটি৷ এ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কুনাল খেমুকে৷ তাঁর সঙ্গেই বলিউডে ডেবিউ করছেন পায়েল৷ নিজের নয়া ইনিংস নিয়ে উচ্ছ্বসিত পায়েল৷ জানিয়েছেন, নিজের এই নতুন যাত্রা নিয়ে তিনি ‘একসাইটেড’৷ তাঁর ফ্যানদের কাছে নতুন যাত্রাপথের শুভেচ্ছাও চেয়েছেন তিনি৷

বলিউডে টলি নায়ক-নায়িকাদের যাত্রা নতুন নয়৷ বিভিন্ন দশকে বাংলার নায়ক নায়িকারা বলিউডে কাজ করে এসেছেন৷ তবে ইদানিং এ প্রবণতা অনেকটাই কম৷ ঋতুপর্ণা সেনগুপ্তর পরবর্তী প্রজন্মে রাইমা সেন, পাওলা দামরা কিছু কাজ করেছেন বলিউডে৷ সে তালিকায় এবার নিজের নামও লিখিয়ে ফেললেন পায়েল৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ