৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরের নাচ দেখে মেয়ের বিয়ে ভেঙে দিলেন বাবা

বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের অনুরোধ রাখতে গিয়ে নাচেন বর। এই নাচ দেখে বিয়েটাই ভেঙে দেন কনের বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে বিখ্যাত হিন্দি গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’- গানে নাচেন ওই বর। এ দেখে বিয়ে ভেঙে দেনে তাঁর হবু শ্বশুর।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যম নবভারতকে জানান, বরের নাচ ভালোভাবে নেননি তাঁর হবু শ্বশুর। এরপর তিনি বিয়ে ভেঙে দেন। কনের বাবা জানিয়েছেন, বরের নাচ তাঁদের পারিবারিক মূল্যবোধে আঘাত করেছে। এ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন বর।

কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, এ ঘটনার পর কনের বাবা তাঁর পরিবারকে বরের পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও নিষেধ করে দেন।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন।

এক নেটিজেন লেখেন, ‘শ্বশুর ভালো সিদ্ধান্ত নিয়েছে। এমন না করলে তাঁর প্রতিদিনই নাচ দেখতে হতো।’

আরেক নেটিজেন লেখেন, ‘এটা কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না। এটা ছিল এলিমিনেশন রাউন্ড।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ