১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল

বরিশালে বিএনপির সহযোগী তিন সংগঠনের (যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল) ডাকা তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। সেখানে যোগদান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৪ জুন) বিকাল ৩টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের এই সমাবেশ শুরু হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

সঞ্চালনায় আছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল, ফেস্টুন, ব্যানার নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।

এদিকে একই দিনে বরিশাল সিটি করপোরেশনের সামনে পাল্টা শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি দিয়েছে যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ