বরিশালের দপদপিয়া এলাকা থেকে ২টি ট্রাকভর্তি ১৫ লাখ গলদা চিংড়ি রেনুসহ ১৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তাদের আটক করা হয় বলে জানা যায়। গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ নিয়ে মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, গোপন সংবাদ পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে দপদপিয়া এলাকায় ২ টি ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭টি ড্রাম ও ২৫টি পাতিল ভর্তি ১৫ লাখ গলদা চিংড়ির রেনু জব্দ করে। সেইসঙ্গে আটক করা হয় ১৬ জনকে।
বিমল দাস আরও বলেন, জব্দ করা চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হবে।
পাশাপাশি আটকদের বিচারের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে বলেও জানান এই কর্মকর্তা।
পোস্টটি যতজন পড়েছেন : 122